পেজ ভিজিট: ২৩,৫৮,৮৬৪ | অনলাইন: ২
English
বিভাগ অনুসারে দেখুন

এক দিনে ভোলা জেলা ভ্রমণ


জেলার ভিডিও দেখুন
Card image cap

জ্যাকব টাওয়ার- চরফ্যাশনে উপমহাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ার

Card image cap

খামার বাড়ি


ঢাকার সদরঘাট থেকে ভোলা গামি লঞ্চ ছেড়ে যায়। ভ্রমন সুবিধার্থে  ভোলা জেলার চর ফ্যাশন উপজেলার বেতুয়া ঘাট হয়ে যেতে পারেন । বেতুয়া গামি লঞ্চ গুলো সন্ধ্যা ৭-৮ টার মধ্যে সদর ঘাট থেকে ছাড়ে এবং পরদিন ভোর ৬ টার মধ্যে বেতুয়া ঘাটে পৌঁছে যায়।

বেতুয়া ঘাট থেকে কচ্ছপিয়া ঘাটের দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। কচ্ছপিয়া ঘাট থেকে স্পিড বোট অথবা ট্রলারে লোকাল অথবা রিসার্ভ ভাড়া করে যাওয়া যায় চর কুকরি-মুকরির উদ্দেশ্যে। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে চলে আসবেন  চর কুকরি মুকরির নারিকেল বাগান। এখানে সরকারি বনায়নের কিছু জায়গা জুড়ে রয়েছে নারিকেল ও খেজুর গাছ। খেজুরের রস থেকে খেজুর গুড় বানানো দেখতে পারেন শীতের সময় এলে। এখানে সদ্য নির্মিত ওয়াচ টাওয়ার থেকে দেখতে পাবেন পুরো চর কুকরি-মুকরি এলাকা।  এই নারিকেল বাগানেই রাতে তাবু নিয়ে অনেকে কাম্পিং করেন।

নারিকেল বাগান থেকে  চলে চলে যেতে হবে  তারুয়া সমুদ্র সৈকত। এটি কাছেই ঢাল চরে অবস্থিত। ঢাল চরের দক্ষিণ দিক বঙ্গোপসাগরের সাথে মিশে একটি সৈকতের সৃষ্টী হয়েছে। আর এই স্থানটির নাম হল তারুয়া। এই চরের পুরো সৈকত জুড়ে দেখতে পাবেন লাল কাঁকড়ার আধিপত্য। মানুষ দেখলেই কাঁকড়া গুলো ঢুকে পরে বালুর গর্তে। সৈকতে পানিতে মাছ ধরা, লাল কাঁকড়া দেখে সময়টা দারুন কাটবে।

এই সমুদ্র সৈকত থেকে আমরা চলে আসলাম চর কুকরি-মুকরি। কুকরি-মুকরিতে সুজজ্জিত একটি রেস্ট হাউস আছে।  পাশেই বনবিভাগের একটি বাগানে হরিণও দেখা যায় সময় বুঝে। এখানে থাকার অনেক হোম স্টে সার্ভিস রয়েছে।

চর কুঁকড়িমুকড়ি থেকে আমরা চলে আসলাম ভোলার চরফ্যাশন উপজেলার অন্যতম দর্শনীয় স্থান ‘খামার বাড়ি বা মেসার্স জেনিক ফিসারিজ। চরফ্যাশন উপজেলা সদর থেকে ১৮ কিলোমিটার দূরে নজরুল নগর ইউনিয়নের ‘শারেক খালি’ গ্রামে এ দর্শনীয় স্থানটি অবস্থিত। । ৫০ একর এলাকা নিয়ে অবস্থান এ দর্শনীয় স্থানটির। প্রায় ১৫টি পুকুরে মৎস চাষ, বাহারি প্রজাতির গাছ আর পুরো এলাকা জুড়ে ফুলের সমারোহ পর্যটকদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে  মনোমুগ্ধকর এ স্পটটি। 

খামার বাড়ি ঘুরে আমরা চলে আসলাম ভোলার চরফ্যাশনে নির্মিত ‘উপমহাদেশের সুউচ্চ অবজারভেশন টাওয়ার- দৃষ্টিনন্দন ‘জ্যাকব টাওয়ার’ দেখতে, যা এরই মধ্যে ‘বাংলার আইফেল টাওয়ার’ নামে পরিচিতি পেয়েছে। এই টাওয়ারের প্রবেশ মুল্য জনপ্রতি ১০০ টাকা। আধুনিক প্রযুক্তিতে নির্মিত জ্যাকব টাওয়ার প্রায় ২২০ ফিট উচ্চতা বিশিষ্ট। এর পাশেই আছে শেখ রাসেল শিশু পার্ক। কিছুটা সময় এখানে ঘুরে দেখতে পারেন।

এবার চলে আসুন  সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের পৃষ্ঠপোশকতায় তার মায়ের নামে ভোলার বাংলাবাজারে প্রতিষ্ঠিত হয়েছে ফাতেমা খানম কমপ্লেক্স। এখানে রয়েছে ফাতেমা খানম জামে মসজিদ ও তার সামনে সুবিশাল মাঠ। দৃষ্টিনন্দন এই মসজিদে সব ধরনের সুবিধা সংযোজন করা হয়েছে।

মুক্তিযুদ্ধের ধারাবাহিকতার ইতিহাস সংরক্ষণ ও তুলে ধরার লক্ষ্যে এই কমপ্লেক্সে দেয়াল ঘেঁষেই তিনতলা এই দৃষ্টিনন্দন এ স্থানপনাটি হলো মক্তিযুদ্ধ জাদুঘর। এটি সাজানো হয়েছে মক্তিযুদ্ধের ইতিহাসের আলোকে। জাদুঘরটিতে একদিকে গবেষণাগার এবং অপরদিকে ডিজিটাল ডিসপ্লেতে রয়েছে ব্রিটিশবিরোধী আন্দোলনের তথ্য। এছাড়া সেখানে একটি অংশে বাঙালির লোকজ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে।


এবার আমরা চলে এসেছি আমাদের শেষ গন্তব্য ভোলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ অত্যাধুনিক মসজিদ নিজাম হাসিনা মসজিদ। যেখানে নারী এবং পুরুষ উভয়ই নামাজ পড়ার সুবিধা রয়েছে। মসজিদটির স্থাপত্যিক কারুকাজ নামাজ পড়তে আসা নারী পুরুষ এবং পর্যটকদের এক অনন্য অনুভূতির প্রকাশ ঘটায়। মসজিদটি ৬০ ফুট উচ্চতা বিশিষ্ট গম্বুজ ও ১২০ ফুট উচ্চতার মিনার নিয়ে দাঁড়িয়ে আছে, এখানে আরো রয়েছে অসংখ্য ইসলামিক ক্যালিগ্রাফি, বই পড়ার সুবিধা, আকর্ষণীয় ফোয়ারা, সাজানো ফুলের বাগান। ভোলা এলে এটি দেখে যাতে ভুলবেন না।

এখানেই শেষ হলো আমাদের ভোলা জেলা ভ্রমন। ভোলা শহর থেকে লঞ্চ ঘাটে গিয়ে ঢাকা গামি লঞ্চে করে ঢাকা চলে আসতে পারবেন খুব সহজেই।


বিজ্ঞাপন - অনলি টুটুল

Like My Facebook

সর্বশেষ

ওয়ান্ডারল্যান্ড পার্ক

বগুড়া ,রাজশাহী

22 Aug 2023 | ভিডিও দেখুন

বাঘা মসজিদ

রাজশাহী ,রাজশাহী

03 Jul 2023

খেরুয়া মসজিদ

বগুড়া ,রাজশাহী

01 Jul 2023

শহীদ চান্দু স্টেডিয়াম

বগুড়া ,রাজশাহী

29 May 2023

যমুনা বহুমুখী সেতু

সিরাজগঞ্জ ,রাজশাহী

09 Jan 2023

পরীর দালান

টাঙ্গাইল ,ঢাকা

05 Jan 2023 | ভিডিও দেখুন

শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা

নেত্রকোণা ,ময়মনসিংহ

10 Nov 2022

জিরো পয়েন্ট, নেত্রকোনা

নেত্রকোণা ,ময়মনসিংহ

10 Nov 2022 | ভিডিও দেখুন

একদিনে রাজবাড়ী জেলা ভ্রমণ

রাজবাড়ী ,ঢাকা

10 Nov 2022 | ভিডিও দেখুন

দুই থেকে চার দিনে রাজবাড়ী জেলা ভ্রমণ

রাজবাড়ী ,ঢাকা

10 Nov 2022 | ভিডিও দেখুন

Creating Document, Do not close this window...