বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর – এর পূর্ব পুরুষের নিবাস খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে। খুলনা আঞ্চলিক প্রত্নতাত্ত্বিক অধিদফতর এর পরীক্ষামূলক সমীক্ষায় পিঠাভোগ গ্রামে রবীন্দ্রনাথের পূর্ব পুরুষের ভিটার ভিত্তিপ্রস্তরের সন্ধান পাওয়া গেছে। এখানে কবিগুরুর একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হয়েছে। প্রতিবছর এখানে রবীন্দ্র জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে।
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের দারিয়াপুর গ্রামে। মেহেরপুর থেকে মুজিবনগর রোড ৭ কি:মি: দূরত্বে বাস, মিশুক বা অটো রিক্সা যোগে আসা যায়। আবার মুজিবনগর থেকেও রূপসা খুলনা থেকে বাসে রূপসা উপজেলায় গিয়ে সেখান থেকে স্থানীয় যানবাহন পাওয়া যায়।
Total Site Views: 1388696 | Online: 5