ঝিনাইদহ জেলার সদর থানায় অবিস্থত একটি পুরাতন জমিদার বাড়ি। বাড়িটি স্থানীয় নবগঙ্গা নদীর উত্তর দিকে অবিস্থত। ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় তিন কিলোমিটার দূরে মুরারিদহ নামক গ্রামে এটি অবস্থিত। বর্তমানে বাড়িটি ভগ্নপ্রায়। প্রাচীণ ঐতিহ্য অনুযায়ী ইমারতের প্রধান ফটকে নির্মাণ সময়ের কিছু কথা কাব্যিক ভাবে খোদাই করা আছে।
ঝিনাইদহ জেলা সদর হতে দুরত্ব ৩ কি.মি ঝিনাইদহ শহরের প্রাণকেন্দ্র থেকে প্রায় তিন কিলোমিটার দূরে মুরারিদহ নামক গ্রামে এটি অবস্থিত ।ভ্যান রিক্সা, ইজিবাইক যোগে এই মিয়ার দালান জমিদার বাড়ি যাওয়া যায় ।
Total Site Views: 1532113 | Online: 12