সুন্দরবন পূর্ব বন্যপ্রাণী অভয়ারণ্য বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত একটি বন্যপ্রাণী অভয়ারণ্য। ২০১৭ সালের ২৯
জুন এটি প্রতিষ্ঠিত হয়। ১২২৯২০.৯০ হেক্টর জমি নিয়ে এই বন্যপ্রাণী অভয়ারণ্যটি গঠিত।
বাংলাদেশের যে কোনো স্থান থেকে সুন্দরবন এসে, সুন্দরবনের পূর্ব বন্যপ্রাণী অভয়ারণ্যটিতে যাওয়া যায়।
Total Site Views: 1444762 | Online: 7