সুন্দরবনের চাঁদপাই, ঢাংমারী ও দুধমুখী এলাকার ৩২ কিলোমিটার নদীতে রয়েছে ইরাবতি ও শুশুক ডলফিনের বিচরণ। ২০১২ সালে এসব এলাকা
অভয়ারণ্য ঘোষণা করার পরও হুমকীর মুখে ডলফিন। জেলেদর জালে আটকা পড়ে ও ভারী নৌযানের পাখার আঘাতে মারা যাচ্ছে ডলফিন।
তাছাড়া, অতিরিক্ত পরিমাণে মাছ আহরণ, পর্যটকের সংখ্যা বৃদ্ধি এবং পানি দূষণের কারণেও বাড়ছে ডলফিনের হুমকি।
নন্দবালা টহল ফাঁড়ি, চাঁদপাই রেঞ্জ অফিস, আন্ধারমানিক টহল ফাঁড়ির মধ্যবর্তী জায়গা নিয়ে চাঁদপাই বন্য প্রাণী অভয়ারণ্য।
চাঁদপাই যাওয়ার সবচেয়ে সহজ উপায় হলো মংলা থেকে মোটরসাইকেল ভাড়া করে সেখানে যাওয়া।
Total Site Views: 1444782 | Online: 5