বাংলাদেশের সুন্দরবনের পশ্চিমে সংরক্ষিত ৭১৫ কিলোমিটার এলাকা জুড়েআবস্থিত সুন্দরবন পশ্চিম বন্যপ্রাণী অভয়ারণ্য, যা
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এটি পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনের বৃহৎ অভয়ারণ্য অঞ্চল। এটি
বঙ্গোপসাগরের গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদীর একত্রিত বদ্বীপে গঠিত। ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা
সুন্দরবনের ৬,০১৭ বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে এবং বাকি অংশ রয়েছে ভারতের মধ্যে। অঞ্চলটি রাইমঙ্গল নদী দ্বারা
বিভক্ত। সুন্দরবনের বাংলাদেশের অভ্যন্তরে, তিনটি বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে: সুন্দরবন পূর্ব, সুন্দরবন দক্ষিণ, এবং
সুন্দরবন পশ্চিম।
বাংলাদেশের যে কোনো স্থান থেকে সুন্দরবন এসে, সুন্দরবনের পশ্চিম বন্যপ্রাণী অভয়ারণ্যটিতে যাওয়া যায়।
Total Site Views: 1444764 | Online: 7