উখিয়া উপজেলার একটি স্বনামধন্য দর্শনীয় স্থান। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্থান। উক্ত এলাকার অধিকাংশ বৌদ্ধ সম্প্রদায়ের লোকেরা এই বিহারটি প্রায় ২০০ বছর পূর্বে স্থাপিত হয়েছিল বলে মনে করেন। এই বিহারে বৌদ্ধ ভিক্কুরা জাতির উন্নতির জন্য নিয়মিত আরাধনা, ধ্যান করে থাকেন।
কক্সবাজার সদর হতে ৩২ কিঃ মিঃ দূরে উখিয়া উপজেলার ১ কিঃ মিঃ পূর্বে টেকনাফ-কক্সবাজার আরাকান সড়কের পাশে অবস্থিত। কক্সবাজার সদর হতে বাস যোগে উখিয়া ষ্টেশনে পৌছতে হবে। উখিয়া সদর হতে সি এন্ড জি অথবা রিক্সা যোগে পূর্ব দিকে ১ কিঃ মিঃ গেলে পাতাবাড়ী বৌদ্ধ বিহারে যাওয়া যাবে।
Total Site Views: 1532147 | Online: 12