কক্সবাজার জেলার সাগরকন্যা দ্বীপ উপজেলা মহেশখালীর প্রাণকেন্দ্র পৌর এলাকায় বিগত ২০০৩ সালে মুসলিম এইড অষ্ট্রেলিয়া, ইউকে এবং সৌদি প্রিন্স বিন তালালের অর্থায়নে প্রায় ২.৫ একর জমির উপর লিডারশিপ ইউনিভার্সিটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয় ৷ অষ্ট্রেলিয়ান আদলে আধুনিক ভবন নির্মাণ, ব্রন্ডব্যান্ড ইন্টারনেট সংযোগ সংবলিত আধুনিক মানের কম্পিউটার ল্যাব, নিজস্ব ক্যাম্পাস, ফ্রি ওয়াইফাই জোন ও আবাসিক ছাত্রছাত্রী এবং শিক্ষকদের হোস্টেল সুবিধা নিয়ে ২০০৬ সালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ইউনিভার্সিটির যাত্রা শুরু হয় ৷ তৎকালীন অষ্ট্রেলিয়ার হাই কমিশনার মিঃ ডগলেস ফসকেট এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মুখলেছুর রহমান এই প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন ৷ বাংলাদেশে প্রথমবারের মতো সরাসরি অষ্ট্রেলিয়ার তত্বাবধানে তাদের নিজস্ব স্কলারশীপ প্রোগ্রাম (TAFE) চালু করে ৷
মহেশালী পৌরসভার চরপাড়া, মহেশখালী, কক্সবাজার। সড়ক পথে- ঢাকা ঢাকা-চট্রগ্রাম-কক্সবাজার হতে আরাকান মহাসড়ক পথে সরাসরি চকরিয়া থানা রাস্তার মাথা হয়ে বদরখালী ব্রীজ পার হয়ে কালারমা ছড়া অথবা শাপলাপুর রাস্তা দিয়ে সরাসরি মহেশখালী উপজেলা প্রশাসকের কার্যালয়/উপজেলা পরিষদ । কক্সবাজার সদর হতে কস্তুরা ঘাট / ৬নং ঘাটা / উত্তর নুনিয়া ছড়া সরকারী জেটী ঘাট হতে স্প্রীট বোট বা কাটের বোটে করে মহেশখালী জেটিঘাটা/আদিনাথ জেটিঘাট সেখান থেকে রিক্স/ মটর গাড়ী যোগে উক্ত দর্শনীয় স্থান সমূহে যাওয়া যায়। জলপথে ঢাকা-চট্রগ্রাম-খুলনা-নারায়নগঞ্জ- চাদপুর-কক্সবাজার হতে জলপথে নৌকা,ইঞ্জিন বোট ও ট্রলারের মাধ্যমে মহেশখালী জেটিঘাট/আদিনাথ জেটিঘাট সেখান থেকে রিক্সা/ মটর গাড়ী যোগে উক্ত দর্শনীয় স্থান সমূহে যাওয়া যায়। বিঃদ্রঃ-রেল পথে মহেশখালী উপজেলা পরিষদ এর সাথে কোন যোগাযোগ নাই।
Total Site Views: 1532185 | Online: 18