বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে পাড় থেকে সাগরের দিকে লোনা পানিতে ভেসে থাকা প্রায় আধা কিলোমিটার দৈর্ঘ্যের লম্বা লোহার ব্রিজটাই আলাদা করেছে এই সমুদ্র সৈকতকে অন্য সব সৈকত থেকে। আপনিযখন এর উপর দিয়ে হাঁটবেন পায়ের নিচে বড় বড় ঢেউ এসে আছড়ে পড়বে এবং অন্য এক অনুভূতিতে ভেসে যাবেন। ব্রীজে উঠে সাগরের বিশালতা উপভোগ করতে পারবেন। ব্রীজের গোড়ায় ভেজাশুকনো বালি মাটিতে অসংখ্য লাল কাঁকড়ার দল দেখতে পাবেন। বেশ উত্তাল সমুদ্র সৈকত, বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ে সৈকতে। জায়গাটি যে কারো ভালো লাগবে।
পাশেই ঝাউবনের বনের ছায়ায় বসে সময় কাটাবার সুবিধা আছে, খুব সুন্দর ভাবে ফ্যামিলি নিয়ে পিকনিক করে আসতে পারবেন, গাড়ি নিয়ে গেলে সরাসরি সী বিচে চলে যেতে পারবেন। বিচে গিয়ে বামপাশে প্রায় এক কিলোমিটার এর মত হাটলেই খেজুর বাগান দেখতে পাবেন, অসাধারন দৃশ্য, বসে থাকতেই ভালো লাগবে,
সৈকতের ঠিক পাশেই একটা ছোটখাটো বন রয়েছে।দেখতে ভুলবেন না।
চট্টগ্রাম জেলার, সীতাকুণ্ড উপজেলার, বাঁশবাড়িয়া বাজার থেকে দূরত্ব ছয় কিলোমিটার।
চট্রোগ্রামের অংলকার মোড় থেকে বাস বা রাইডারে উঠে, বলতে হবে বাশবাড়িয়া বাজার ভাড়া ৩০-৪০ টাকা। বাস থেকে নেমে লোকাল সিএনজিতে করে ১০ মিনিটেই যাওয়া যাবে বাঁশবাড়িয়া ঘাট, ভাড়াজনপ্রতি ২৫-৩০ টাকা, আসার সময় গাড়ি কম থাকে বলে ভাড়া একটু বেশি নিয়ে থাকে মাঝে মাঝে। দামদর করে উঠতে হবে। এছাড়া আপনি যে সিএনজি বা অটোরিকশা নিয়ে যাবেন তার ফোন নাম্বাররেখে দিবেন, ব্যাক করার কিছু আগে ফোন করে আসতে বলবেন এসে নিয়ে যাবে, এটাও আলাপ করে রাখতে হবে।
Total Site Views: 1532021 | Online: 7