নাম- রাজ বাড়ী, মালিকের নাম- আমানুল্লাহ আল ছকীর (ছুট্টু), চিকদাইর উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পশ্চিম পার্শে অবস্থিত, গ্রাম- চিকদাইর, ওয়ার্ড নং- ০৪, ইউ.পি- ৩নং চিকদাইর ইউনিয়ন, উপজেলা- রাউজান, জেলা- চট্টগ্রাম। এই বাড়ীতে বিভিন্ন ধরনের আকর্ষনীয় দ্রব্যাদী আছে। যেমন- ঘোড়া, কুকুর, খরগোশ, বড় গাভী, হাঁস, ভেড়া, ছাগল, ফুলের বাগার নার্সারী, পুকুরের মধ্যে বড় বড় মাছ আছে, চারদিকে পর্যটকদের জন্য বসার সু-ব্যবস্থা আছে। আর মেহমানদের জন্য আলাদা কক্ষ আছে।
গ্রাম- চিকদাইর, ওয়ার্ড নং-০৪, ৩নং চিকদাইর ইউপি, রাউজান, চট্টগ্রাম্। চট্টগ্রাম শহর হতে বাস যোগে রাউজান উপজেলার গহিরায় নামতে হবে। এরপর গহিরা হতে রিক্সা/ ট্যাক্সি যোগে চিকদাইর উচ্চ বিদ্যালযের ২৫ গজ দক্ষিণ-পশ্চিমে আসলে এই এতিহ্যবাহি বাড়িটির দেখা পাওয়া যাবে।
Total Site Views: 1378864 | Online: 3