এই বন্যপ্রাণী অভয়ারন্যটি চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন খুরুশিয়া ও দোহাজারী রেঞ্জের অন্তর্গত। রাঙ্গুনিয়া,
চন্দনাইশ উপজেলার মধ্যে এই অভয়ারন্যটি অবস্থিত। ২০১০ সালের ৬ এপ্রিল এটি খুরুশিয়া ও দোহাজারী রেঞ্জের দুধ পুকুরিয়া,
শিলছড়ি, ধোপাছড়ি এবং মংলা ফরেষ্ট ব্লকের ৪৭১৬.৫৭ হেক্টর জায়গা নিয়ে গঠিত। রাত্রি যাপনের জন্য বন বিভাগ এর সুখ
বিলাস নামে একটি বন বিশ্রামাগার আছে।
চট্টগ্রামএর রাঙ্গুনিয়া, চন্দনাইশ উপজেলার মধ্যে এই অভয়ারন্যটি অবস্থিত। বাংলাদেশের যেকোনো জায়গা থেকে বাসে যাওয়া
যায়।
Total Site Views: 1383678 | Online: 3