পতেঙ্গা সমুদ্র সৈকতের সাত সতের জেনে রাখুন কাজে দেবে। যারা ঘুরাঘুরি করতে ভালবাসেন তাদের জন্য আজ দেশের একটি জনপ্রিয় পর্যটন স্থানের বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। যারা এই জায়গায় ভ্রমন করেননি তাদের জন্য কাজে আসবে বলে আমি মনে করি। আগামী শীতে আপনি এই জায়গাটি ঘুরে দেখতে পারেন। এজন্য পতেঙ্গা সমুদ্র সৈকতের সাত সতের নিয়ে আজ লিখতে বসলাম। দেশের যেকোন স্থান থেকে পৌছে যান চট্রগ্রামের অন্যতম পর্যটন কেন্দ্র পতেঙ্গ সমুদ্র সৈকতে। আপনি চাইলে ট্রেনে বা বাসে অথবা প্লেনে করেও পৌছে যেতে পারেন। ভাল কোন হোটেলে থাকতে হলে আপনাকে অবশ্যই আগ্রাবাদে অবস্থিত হোটেল সেন্টমার্টিন অথবা হেটেল আগ্রাবদকে বেছে নিন। এরপর সিদ্ধান্ত নিন আপনি কিসে চড়ে পতেঙ্গা সমূদ্র সৈকতে যাবেন।
চট্টগ্রাম | উক্ত দশর্নীয় স্থানে যাওয়ার জন্য বাস বা অটোরিক্সা ব্যবহার করা যেতে পারে।
Total Site Views: 1539283 | Online: 12