চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে ১৪.২৯ একর জমির ওপর আন্তর্জাতিক মানসম্পন্ন চাঁদপুর স্টেডিয়ামের ১৯৯৮ সালের ২৮ জুন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
চাঁদপুর জেলার প্রাণকেন্দ্র শপথ চত্তর মোড় থেকে রিক্সা, টোরিক্সা, বা নিজস্ব গাড়ি নিয়ে যাওয়া যায়। শপথ চত্তর থেকে এর দূরত্ব মাত্র ১ কিলোমিটার। এবং বাস স্ট্যাড এর পাশে।
Total Site Views: 1381312 | Online: 47