স্থানীয়দের
ভাষ্যমতে এটি নির্মান করা হয় ১৮৬০ এর দশকে। প্রায় ১৫০ বছর পুরানো এই বাড়িটি নির্মান
করেন জমিদার বাবু বরদা প্রশন্ন দাস।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় এটি রাজাকারদের টর্চার সেল হিসেবেও ব্যবহৃত হয়েছে। এখানে সাধারন মানুষ ও মুক্তিযোদ্ধাদের ধরে এনে পাশবিক নির্যাতন চালাতো রাজাকাররা।
এছাড়া স্বাধীনতার পর বাড়িটি আশ্রয়কেন্দ্র হিসেবেও বেশ কিছুদিন ব্যবহৃত হয়।
ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নে অবস্থিত এই জমিদার বাড়ীটি।
Total Site Views: 1383708 | Online: 3