ফেনী
শহরে যারা বসবাস করেন
তারা এই জায়গায় এসে
একটা বিকেল কাটাতেই পারেন।পিচ ঢালা রাস্তার দু'ধারে ঝাউ গাছের
সারি আর দু'পাশে
কাশফুলের মেলা দেখতে দেখতে
কখন যে বিকেল পার
হয়ে সন্ধ্যা নামবে টের ই পাবেন
না।
ফেনীর ট্রাংক রোডস্থ দোয়েল চত্ত্বর থেকে যেতে হবে সালাউদ্দিন মোড়(দুরত্ব-২.৯ কি.মি.)।সালাউদ্দিন মোড় থেকে সোজা ৮৫০ মিটার গিয়ে পূর্ব দিকে (হাতের ডানে) দেওয়ানগঞ্জ-আমতলা সড়ক ধরে ১৫০ মিটার গেলেই দেখা মিলবে নয়নাভিরাম এই সড়কের
Total Site Views: 1383637 | Online: 6