জানা যায় উলপুরের জমিদারেরা ছিলেন একশত ঘর শরীক। গ্রামটিতে এখনো টিকে আছে শতাব্দী প্রাচীন বেশ কয়েকটি বৃহদাকার দালান কোঠা। এর মধ্যে ৭/৮টি রয়েছে দোতালা দালান। জমিদারী প্রথা কালের গর্ভে হারিয়ে গেলেও জমিদারদের পরিত্যাক্ত বিল্ডিং গুলো কালের সাক্ষী হয়ে দাড়িয়ে রয়েছে স্বগর্বে।পুরাতন বিল্ডিং গুলো উলপুর তহশীল অফিস, পুরানো ইউনিয়ন বোর্ড অফিসসহ স্বাস্থ্য কেন্দ্র, সাব পোষ্ট অফিস, পুরানো সরকারী শিশু সদন হিসেবে ব্যবহৃত হচ্ছে।
গোপালগঞ্জ সদর থেকে প্রায় ৮কিঃমিঃ উত্তরে অবস্থিত উলপুর গ্রাম।গোপালগঞ্জ কুয়াডাংগা বাসস্ট্যান্ড থেকে বাস যোগে উলপুর।
Total Site Views: 1454326 | Online: 6