বাংলার আপেল খ্যাত পিরোজপুরের স্বরুপকাঠীর পেয়ারা এখন দেশের চাহিদা মিটিয়ে বিদেশের বাজারেরফতানী করছে। পিরোজপুর জেলার স্বরুপকাঠী উপজেলার আটঘড়,কুড়িয়ানায় প্রথমে সখের বসে পেয়ারা চাষ শুরু করেন কয়েকজন চাষী। আজ এর পরিধি দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পরবে এ কথা স্বপ্নেও কেউ ভাবেনি। বর্তমানে শত শত কৃষক তাদের জমি পেয়ারা চাষের জন্য উপযুক্ত মনে করেন।
নেছারাবাদ উপজেলা , পিরোজপুর নেছারাবাদ উপজেলা থেকে ২.৫ কি.মি দূরে আটঘড় কুড়িয়ানা ইউনিয়নে যেতে হবে মোটরসাইকেলে (৩০/- ভাড়া) ।
Total Site Views: 1444767 | Online: 9