এটি ভান্ডারিয়া থানার সামনে অবস্থিত একটি শিশু পার্ক। এখানে বিভিন্ন ধরনের রাইড যেমন চরকি, বোট, দোলনা ইত্যাদি রয়েছে। এবং বিভিন্ন প্রাণী যেমন জিরাফ, উট, হাতি, সিংহ, হরিণ ইত্যাদির প্রতিকৃতি রয়েছে ।পার্কটির আয়তন ৩.৩৮ একর। এটি পিরোজপুর জেলাধীন একটি অত্যাধুনিক শিশু পার্ক।
ভান্ডারিয়া উপজেলা , পিরোজপুর| ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয় থেকে রিক্সা যোগে ১.৫ কি.মি দূরে (১৫/- ভাড়া) ।
Total Site Views: 1449812 | Online: 8