এর কোন ইতিহাস জানা নেই। তবে কথিত মতে জনৈক ফরাজী সাহেব উক্ত স্থানে আস্তানা গড়েন। তিনি অত্যন্ত ধার্মিক ছিলেন। জন কথিত এই মাজারে মানত করলে আল্লাহ তাকে মনের আশা পূরণ করেন।
পিরোজপুর সদর,পিরোজপুর সদর উপজেলা হতে দুর্গাপুর ইউনিয়ন হতে পূর্ব দিকে চুঙ্গাপাশা গ্রাম। উক্ত গ্রামের মাঝখানে মাজার টি অবস্থিত। মোটর সাইকেল এবং পায়ে হেটে যাওয়া যায়।
Total Site Views: 1444731 | Online: 6