নসরত গাজীর মসজিদ বাংলাদেশের বরিশাল জেলার অবস্থিত একটি প্রাচীন মসজিদ ও প্রত্নতাত্ত্বিক স্থাপনা। মসজিদটি নাসিরউদ্দিন নুসরাত শাহ-এর সময়কালে নির্মাণ করা হয়। এটি বাকেরগঞ্জ উপজেলার শিয়ালগুনি গ্রামে অবস্থিত। বাখরগঞ্জের অদূরে শিয়ালগুনি গ্রামে পঞ্চদশ শতকের একটি মসজিদ রয়েছে। জনশ্র“তি অনুসারে প্রাচীন এই মসজিদটি জনৈক নসরত গাজি কর্তৃক নির্মিত হয়েছিলো। বাংলার সর্বাপেক্ষা জনপ্রিয় স্বাধীন সুলতান আলাউদ্দীন হোসেন শাহের মৃত্যুর পর তার জ্যেষ্ঠপুত্র নাসির খান, নাসিরউদ্দীন নসরৎ শাহ উপাধি ধারণ করে বাংলার সিংহাসনে উপবেশন করে। হতে পারে পরবর্তী সময়ে তার কোনো অনুচরের মাধ্যমে তার নামে শিয়ালগুনির এই মসজিদ নির্মিত হয়েছিল।
বাকেরগঞ্জ উপজেলার শিয়ালগুনি গ্রামে অবস্থিত।
Total Site Views: 1374129 | Online: 4