চল্লিশটি খিলানের উপরে এ গির্জাটি দাঁড়িয়ে। ৩৫ একর জমির উপরে উঁচু দেয়াল দিয়ে ঘিরে তেরটি ছোট, বড় পুকুর, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, আবাসিক ছাত্র হোস্টেল, ফাদার ও সিস্টারদের আবাসন, লাইব্রেরি এবং হাসপাতাল নিয়ে এ চার্চটি অবস্থিত
বরিশাল হাসপাতাল রোড থেকে রিক্সায় উত্তর দিকে ১০ মিনিটের দুরত্ব
Total Site Views: 1383668 | Online: 5