ইতিহাস থেকে জানা যায় যে মঠটি নবাবআলীবর্দি খানের ১৭৪০-১৭৫৬ সনের শাসনামলে সরকা রুপরাম দাস গুপ্ত নামক এক ব্যাক্তি কর্তৃক নির্মিত। ইহা সরকার মঠ নামেও পরিচিত। মঠটির উচ্চতা ভুমি হতে প্রায় ২৭.৪০ মিটার। মঠটি বর্গাকারে নির্মিত ভিতরে একটি কক্ষ এবং পশ্চিম দেয়ালে একটি খিলান যুক্ত প্রবেশ পথ সহ অলংকরণ রয়েছে। বর্নিত বিবেচনায় মঠটি পর্যটন এলাকা হিসাবে চিহ্নিত করা যেতে পারে। উল্লেখ্য যে, মাহিলাড়া মঠটি প্রত্মতত্ব অধিদপ্তর কর্তৃক ঐতিহাসিক মঠ হিসেবে স্বীকৃত পেয়েছে। এটি মাহিলারা মঠ নামেও অনেকের কাছে পরিচিত। এই মঠটির সাথে ইটালির লিসা টাওয়ারের মিল রয়েছে বলে অনেকে অভিমত করেন। নির্মাণ ত্রুটির কারনে এটি কিঞ্চিত হেলে আছে বলে মনে হয়।
বরিশাল এর গৌরনদী উপজেলাধীন মাহিলারা গ্রামে অবস্থিত। মাহিলাড়া বাস স্ট্যান্ড থেকে রিক্সায় যাওয়া যায় ।
Total Site Views: 1539230 | Online: 12