সাধনপুর পঙ্গুশিশু নিকেতন ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়। বারনই নদীর ধারে একটি মনোরম পরিবেশ পঙ্গু প্রতিবন্দি শিশুদের চিকিৎসা ও পুনঃবানের লক্ষে ‘‘একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি’’ এই মূল মন্ত্রে জনাব মরহুম আব্দুল করিম এটি প্রতিষ্ঠা করেন।খুব স্বল্প পরিসরে শুরু হলেও বর্তমানে এটি প্রায় ৩০ একর জায়গা জুড়ে অবস্থিত। এখানে পর্যায় ক্রমে প্রতিষ্ঠিত করেছেন একটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চবিদ্যালয়, একটি কলেজ, একটি সমন্নিত অন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, পাঠাগার এবং একটি শিশু পার্ক ইত্যাদি। স্বাস্থসেবার জন্য রয়েছে স্বাস্থ কমপেক্স, ফিজিওথেরাপি চিকিৎসা ব্যবস্থা।
সাধনপুর বাজার হতে ০১ কিলোমিটার দুরে এবং বারনই নদীর পার্শে পঙ্গু শিশু নিকেতন অবস্থিত। এটি জেলা সহর হতে ৫০ কিলোমিটার দুরে অবস্থিত। উপজেলা পুঠিয়া বাস ষ্ট্যান্ড হতে প্রথমে বাসে ও পরে ভ্যান বা রিক্সায় করে সাধনপুর পঙ্গু শিশু নিকেতন অবস্থিত।
Total Site Views: 1539284 | Online: 12