রাজশাহী শহরের রেসকোর্স ছিল পদ্মার পাড়ে। এখন এই রেসকোর্স ময়দান রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা। রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানা সংস্কারের মাধ্যমে আধুনিকায়ন করা হচ্ছে। সংস্কার কাজের অংশ হিসেবে পার্কের প্রধান ফটকটিকে আধুনিকীকরণ এবং লেকের উপর দু’টি কার্ভ ব্রিজ নির্মাণ করা হয়েছে।উদ্যান ও চিড়িয়াখানার মহাপরিকল্পনা বাস্তবায়ন কাজ শেষ হলে এটি হবে দেশের অন্যতম চিত্তাকর্ষক একটি বিনোদন কেন্দ্র।
জিরোপয়েন্টথেকে পশ্চিমদিকে আনুমানিক ৩ কি.মি. কোর্ট এর দিকে, প্রধান রাস্তার উত্তর পার্শ্বে জিরোপয়েন্টথেকে পশ্চিমদিকে আনুমানিক ৩ কি.মি. কোর্ট এর দিকে, প্রধান রাস্তার উত্তর পার্শ্বে, রিক্সা, অটোতে যাওয়াযায়।
Total Site Views: 1444779 | Online: 7