মৌলভীবাজারের মাথারকাপনে ‘মনু ব্যারেজ, অবস্থান। স্থানীয়দের কাছে জায়গাটি সুইচ গেট হিসেবেই পরিচিত মনু নদীর পানি শুষ্ক মৌসুমে বোরো চাষে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল এ গেট।কিন্তু বর্তমানে মনু ব্যারেজের এ পরিচয় ছাপিয়ে তা হয়ে উঠেছে জেলার অনন্য এক পর্যটন এলাকা।
১৭৬ কিলোমিটার দীর্ঘ মনু নদী ৯৩ কিলোমিটার ভাতীয় এলাকা অতিক্রম করে এ জেলার গোবিন্দপুর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বন্যার প্রকোপ থেকে কুলাউড়া, কমলগঞ্জ, রাজনগর ও মৌলভীবাজার উপজেলার ৫৪০ বর্গকিলোমিটার এলাকা রক্ষায় মনু ব্যারেজ তৈরী করা হয়। এ ব্যারেজে একটি খননকৃত লেক আছে যেখানে প্যাডেল বোটে পরিভ্রমণের ব্যবস্থা রয়েছে।
Total Site Views: 1449865 | Online: 13