মৌলভীবাজারের শহরের মধ্যেই সরকারি কলেজ। তার পাশ দিয়ে ১ কি.মি. দূরত্বে গেলেই চোখে পড়বে বর্ষিজোড়া ইকোপার্ক। শহরের পাশেই যে প্রকৃতি তার অপরূপ সৌন্দর্য মেলে বসে আছে অনেকেই জানেনই না। ছোট ছোট টিলা সমৃদ্ধ ৮৮৭ একর আয়তনের এই চিরহরিৎ-পত্রঝরা বনভূমি ১৯১৬ সালে রিজার্ভ হিসেবে ফরেস্ট ঘোষণা করা হয়। জুলাই ২০০৬ সালে ইকোপার্ক ঘোষণা করা হয়।
মৌলভীবাজার সদর উপজেলা।
Total Site Views: 1539388 | Online: 12