সিলেট শহরে দেশ বিদেশ থেকে যত লোক বেড়াতে আসেন তার মধ্যে সর্বোচ্চ সংখ্যক লোক আসেন হযরত শাহজালাল (রঃ) এর মাজার জিয়ারত করতে। দরবেশ হযরত শাহজালাল ইয়েমেনী (রঃ) সূদুর ইয়েমেন থেকে সিলেটে আসেন ইসলাম প্রচারের নিমিত্তে। সারা দেশ সহ পৃথিবী জুড়ে রয়েছে হযরত শাহজালাল (রঃ) এর অসংখ্য ভক্ত। তাদের পদভারে সবসময় মুখরিত থাকে শাহজাললের দেশ সিলেট।
সিলেট শহরের চৌহাট্টা পেরিয়ে সিলেট রেল স্টেশন অথবা কদমতলী বাস স্ট্যান্ড এ নেমে রিকশা বা সিএনজি অটোরিকশাযোগে মাজারে যাওয়া যায়। রিকশা ভাড়া ২০-২৫ টাকা, সিএনজি ভাড়া ৮০-১০০ টাকা।সুরমা নদী পার হয়ে মূল শহরে এসে মাজার এ পৌছাতে হয়। মাজার গেট রোড এ অনেকগুলো আবাসিক হোটেল রয়েছে।
Total Site Views: 1449833 | Online: 5