সিলেট শহরে বিমানবন্দর বাইপাস সড়কের কাছে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কটি অবস্থিত। এই বিনোদন পার্কটিতে ১৬টি বিভিন্ন ধরনের রাইড আছে। পার্কটির অভ্যন্তরে একটি বিশাল কনসার্ট গ্যালারী এবং ঝর্ণাও রয়েছে।
ধোপাগোল, খাদিম নগর ইউ/পি,সিলেট সদর,সিলেট। সিলেট সিটি থেকে উসমানী আর্ন্তরজাতীক বিমানবন্দরের রাস্থায় উক্ত পার্কের অবস্থান। সিলেট আম্বর খানা মসজিদের পূর্ব থেকে অটোরিক্সা দ্বারা উক্ত স্থানের যাতায়াত।
Total Site Views: 1388642 | Online: 5