চারপাশে সবুজের সমারোহ। নীল আকাশের নিচে যেন সবুজ গালিচা পেতে আছে সজীব প্রকৃতি। উঁচু-নিচু টিলা এবং টিলাঘেরা সমতলে সবুজের চাষাবাদ। শুধু সবুজ আর সবুজ। মাঝে মাঝে টিলা বেষ্টিত ছোট ছোট জনপদ। পাহাড়ের কিনার ঘেষে ছুটে গেছে আকাবাঁকা মেঠোপথ। কোন যান্ত্রিক দূষণ নেই। কোথাও আবার ধাবমান পথে ছুটে চলছে রূপালী ঝর্ণাধারা। প্রকৃতির সকল সৌন্দর্যের সম্মিলন যেন এখানে।
খাদিম নগর ইউপি, সিলেট সদর, সিলেট। সিলেট সিটি কপোরেশন এর আম্বর খানা থেকে বিমানবন্দর রোডে যে কোন ধরণের যানবাহন দ্বারা উল্লেখিত চা বাগানটিতে যাওয়া যায়।
Total Site Views: 1539390 | Online: 12